১০টি কাজ আপনার কখনও করা উচিত নয়

১. নিরীহ /দরিদ্র মানুষকে কখনোই ঠকাবেন না। এটা আপনাকে সুখী হতে দেবে না। একসময় নিজের কাছে নিজেকে ছোট মনে হবে।পারলে তাদের সাহায্য করুন।

২. অতি মাত্রায় চিন্তা এক বিশেষ ধরনের ভয়। এটি আরো বিপদজনক হয়ে উঠে যখন এর সাথে প্রত্যাশা, স্মৃতি, আবেগ এবং কল্পনা যোগ হয়।

৩. আমাদের জীবনে কখনোই সময় অপচয় করা উচিত নয়। কোনো এক মূহুর্ত আমাদের জীবনে ২য় বার আসে না তাই সময়ের কাজ সময়ে করুন।

৪. আবেগ পরিহার করুন। আবেগের সাগরে কখনোই ডুপ দেবেন না। আমাদের চিন্তার বাইরে আবেগের কোনো অস্তিত্ব নেই। আবেগের বশে সিদ্ধান্ত নিলে আপনি ঠকে যেতে পারেন।

৫. নিজের গোপন কথা কোনো কাছের বন্ধুকে শেয়ার করবেন না। ঐ গোপন কথাটির জন্যই আপনার আর আপনার বন্ধুর মধ্যে দূরত্ব তৈরি হতে পারে।

৬. কোনো মেয়েকে বিয়ে (মেয়ে হলে ছেলেকে)করার ইচ্ছা না থাকলে তার সাথে কোনোরকম অবৈধ সম্পর্কে জড়াবেন না।

৭. অলস জীবনযাপন করবেন না। অলসতাও মানুষকে একটু একটু করে শেষ করে দেয়। পরিশ্রমী হয়ে উঠুন।

৮. আপনার সাথে সামান্য অন্যায় হলেও এড়িয়ে যাবেন না।সাথে সাথে তার প্রতিবাদ করুন। নয়তো প্রতিপক্ষ আপনাকে পেয়ে বসবে। আপনার সাথে একই অন্যায় বার বার হতে পারে।

৯. স্মার্টফোন, ফেসবুক, ইউটিউব — এসব ব্যবহার এ সতর্ক হোন ,আসক্ত হবেন না। মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যাবে। সবকিছুতে পিছিয়ে পড়বেন।

১০. পরিবারের সদস্যদের সঙ্গে কখনো সম্পর্ক খারাপ করবেন না। পৃথিবীতে তারাই আপনার সবথেকে কাছের। আপনার চাহিদা অনুযায়ী আপনাকে না দিলেও সম্পর্ক হারাবেন না।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top