শিক্ষণীয় গল্প : আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা

Alibaba Jack Ma

ছবিতে আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এর সাথে যে ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে তিনি টং ওয়েনহং। টং ১৬ বছর আগে যখন রিসিপ্শনিস্ট হিসেবে যোগ দিয়েছিলেন তখন জ্যাক তাঁকে তাঁর কোম্পানীর ০.২% শেয়ার দিয়ে বলেছিলেন যে এর মূল্য ১০০ মিলিয়নের সমতুল্য হবে যখন আলীবাবা ভবিষ্যতে পাবলিক কোম্পানীতে রূপান্তরিত হবে। । তাই জ্যাক তাঁকে কোম্পানী বদল না করে আলীবাবার সাথে থাকতে বলেছিলেন ।
টং এর বছরের পর বছর অপেক্ষার পরেও আলীবাবা পাবলিক কোম্পানীতে রূপান্তরিত হলোনা। তখন সে ২০০৪ এ জ্যাক কে জিজ্ঞাসা করলো এ ব্যাপারে এবং জ্যাক উত্তর দিলো “শীঘ্রই হবে”। সে আবারো ২০০৬ এ জিজ্ঞাসা করলো এবং জ্যাক একই উত্তর দিলো “শীঘ্রই হবে”। যাইহোক! টং কখনই এটা হতে দেখলোনা এবং কখনই তার ১০০ মিলিয়ন পাওয়া হবে না ধরে নিলো।
অতপর , সেপ্টেম্বর ২০১৪ তে, দি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে যখন আলীবাবা অবশেষে পাবলিক কোম্পানীতে রূপান্তরিত হলো তখন এটার মূল্য ছিলো প্রায় ২৪৫.৭ বিলিয়নের সমতুল্য এবং ত॒ৎক্ষণাৎ তার ০.২% শেয়ারের মূল্য হয়ে গেল ৩২০ মিলিয়ন সমতুল্যের।
টং তখন ফর্মার সিনিয়র রিসিপ্শনিস্ট ছিলেন । বর্তমানে আলীবাবার ভাইস প্রেসিডেন্ট ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top