মনুষ্য আচরণ

Human Behavior১. বেশিরভাগ মানুষই তাদের আশেপাশে পছন্দের মানুষ থাকলে আরো দ্রুত টাইপ করে।
২. হাস্যরসিক মানুষেরা তাদের বন্ধুদের সাথে বেশি সৎ থাকেন।
৩. মনোবিজ্ঞানীদের মতে ভিডিও গেমস খেললে আপনার আরো সৃষ্টিশীল হবার সম্ভাবনা বেশি।
৪. ৭০ শতাংশ মানুষ পুরনো দিনের গান পছন্দ করেন, গানগুলোর সাথে জড়িত তাদের স্মৃতির জন্যে।
৫. বুদ্ধিমান পুরুষ ও নারীরা তুলনামূলকভাবে বেশ সহজেই মানুষের উপর বিরক্ত হন।
৬. গড়ে একজন নারী ৬০ বার হাসেন যেখানে একজন পুরুষ হাসেন মাত্র ১০ বার।
৭. আমাদের আচরণ আমাদের পোশাক দ্বারা প্রায়ই প্রভাবিত হয়।
৮. অতি মাত্রায় চিন্তা এক বিশেষ ধরনের ভয়। এটি আরো বিপদজনক হয়ে উঠে যখন এর সাথে প্রত্যাশা, স্মৃতি, আবেগ এবং কল্পনা যোগ হয়।
৯.আপনি যত সুখী আপনার স্বাভাবিক জীবনযাপনের জন্যে তত কম ঘুমের প্রয়োজন হবে। দুঃখ মানুষের ঘুমানোর প্রয়োজনীয়তা বৃদ্ধি করে।
১০. ৮০ ভাগ নারী কষ্ট পেলে নীরব থাকতে পছন্দ করেন কাজেই আপনার স্ত্রী আপনাকে উপেক্ষা করে নীরব থাকলে বুঝে নেবেন তিনি বেশ কষ্ট পেয়েছেন।
১১. যখন কেউ আপনাকে সমস্যা সম্পর্কে বলতে চায় না, তখন বেশিরভাগ ক্ষেত্রেই আপনার মনে হবে দোষ বুঝি আপনারই।
১২. আপনি কাউকে হাসাতে পারলে, তার কাছে আপনি আরো বেশি আকর্ষণীয় মনে হবেন।
১৩. নারী ও পুরুষের আবেগের ধরণ একই, কিন্তু নারীরা তাদের আবেগের বিষয়ে বেশি সৎ।
১৪. আপনি যাদের সাথে বেশি অন্তরঙ্গ তাদের লেখা পড়ার সময়ে তাদের কন্ঠ আপনি কল্পনায় শুনতে পারেন।
১৫. একজন মানুষের মৃত্যুর পরেও ৭ মিনিটের মত মস্তিষ্কের সচল থাকে। এই সময়ে জীবনের স্মৃতিগুলো স্বপ্নের মতো দেখা যায়।
১৬. অন্তর্মুখী মানুষদের চিন্তা করার ক্ষমতা বহির্মুখী মানুষদের তুলনায় বেশি।
১৭. কলার মধ্যে বিশেষ এক রাসায়নিক উপাদান আছে, যা মানুষকে সুখী করে। তাই বেশি করে কলা খান।
১৮. কারো প্রশংসা করলে তার আত্মবিশ্বাস বাড়ে এবং ভবিষ্যতে সে আরো ভালো কিছু করার অনুপ্রেরণা পায়।
১৯. যারা আপনার ব্যাপারে বেশি যত্নবান, তারাই এমন ভাব ধরে থাকবে যেনো আপনার ব্যাপারে থোড়াই কেয়ার করে তারা।
২০. আপনি যদি হাস্যরসিক মানুষ হন তাহলে আয়ু তিন বছর পর্যন্ত বাড়তে পারে।
২১. জীবন আর অর্থবহ হয়ে উঠে যখন আপনি বুঝতে পারেন যে কোন এক মুহূর্ত জীবনে দ্বিতীয় বার আসবে না।

সংগৃহীত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top