১. আপনি অল্পতেই কারো সম্পর্কে কোন ধারনা করে কথা বলেন না।
২. আপনি মানসিক চাপ নিয়ন্ত্রিত করতে পারেন।
৩. আপনি কোন পরিবর্তনকে স্বাভাবিক ভাবেই গ্রহন করেন।
৪. আপনি জোর করে ভালোবাসা বা অন্য কোন কিছু পাওয়ার পক্ষে নয়।
৫. আগের থেকে আপনার ক্ষমা করার দক্ষতা বৃদ্ধি পেয়েছে।
৬. আপনি কারো দূর্বলতার সুযোগ নিতে চাইবেন না।
৭. আপনি অল্পতেই রেগে যাবেন না
৮. আপনি অন্য কারো মতামতকে সমর্থন করেন।
৯. আপনি কারো চেহারা কিংবা পোশাক নিয়ে বিরূপ প্রতিক্রিয়া করেন না।
১০. আত্নীয়-স্বজন, প্রতিবেশী বা অফিসের কারো প্রমোশন হলে বা সরকারি চাকরি হলে হিংসা না করা বরং সেটাকে আরো এপ্রিশিয়েট করা।
১১. সামাজিক মিডিয়াতে কোন পোস্ট দেখলে সেটাতে নেগেটিভ কমেন্ট করেন না। গঠনমূলক মতামত থাকতে পারে।
১২. আপনার কাছে রাত জেগে বিনোদনের চেয়ে ঘুম উত্তম।
১৩. পরিবার এবং কাছের বন্ধুরা আপনার কাছে সবার আগে গুরুত্ব পাবে।
১৪. আপনি অযথা তর্ক করার চেয়ে চুপ থাকা ভালো মনে করবেন।