ভাল ১০টি পেশাদারী টোটকা যা সব প্রফেশনালরাই মেনে চলেন

পেশাদারী টোটকা১। অন্যের কথা বলার সময় কখনোই বাধা দিবেন না। অন্যের মতামত শেষ হবার পর নিজের মতামত উপস্থাপন করুন।

২। যদি আপনি অনলাইনে কাজ করেন এবং নিজের ফোনকে নিজের কাজের বাধা মনের করেন তবে এটাকে সম্পূর্ণ অফ করে অন্য রুমে রেখে দিন।

৩। মানুষকে সবার সামনে প্রশংসা করেন আর কারোর কাজের সমলোচনা করতে হলে তাকে সবার সামনে থেকে আলাদা করে তার ভুলগুলো ধরিয়ে দেন।

৪। যখন কেউ আপনাকে তার মোবাইল থেকে ছবি দেখায় তখন গ্যালারি এর ডান বা বামের দিকে যাবেন না । কারণ আপনি জানেন না পরের ছবিতে কি আছে।

৫। রাস্তায় অন্যের সাথে কথা বলার সময় সানগ্লাস খুলে কথা বলুন। এটি অন্যের প্রতি সম্মান প্রদর্শন করার একটি চিহ্ন কারণ আপনার চোখের চাওয়া আপনার কথা বলার চেয়ে গুরুত্বপূর্ণ।

৬। কারো কাছ থেকে ধার নিলে তা সময়ের মধ্যে ফেরত দেয়ার চেষ্টা করবেন। এটি আপনার দায়িত্ববোধ প্রকাশ করে।

৭। কেউ যখন আপনার উপকার করতেছে তখন তাঁকে ধন্যবাদ জানান ।

৮। এবারের বিল যদি আপনার বন্ধু দেয় তবে পরের বার আপনি দিন।

৯। আপনার শব্দগুচ্ছের পরিধি বৃদ্ধি করুন। আপনি অনেক দক্ষে পরিণত হবেন।

১০। কেউ আপনার কাছে পরামর্শ না চাওয়ার আগে পরামর্শ দেবেন না তাতে আপনি শুধু অবহেলা পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top