মেমরি কার্ডের ধারণ ক্ষমতা ২ টেরাবাইট

memory card

এই মেমরি কার্ডের ধারণ ক্ষমতা ২ টেরাবাইট।
2 TB = 2048 GB। দাম মাত্র ২ হাজার টাকা।
২০০৫-০৬ সালের দিকে 1 GB মেমরি কার্ডের দাম ছিলো ৩ হাজার টাকা। এখন 2048 GB কিনছি 2 হাজার টাকা দিয়ে। প্রযুক্তি পণ্যগুলো দিনে দিনে সস্তা হয়ে যাচ্ছে।
এই ছোট্ট মেমরি কার্ডে 5 MP সিসি ক্যামেরার প্রায় ৬ মাসের ভিডিও সংরক্ষণ করে রাখা সম্ভব। একজন মানুষ যদি ১০০ বছরও বাঁচে, তাহলে তার সারা জীবনের সমস্ত কর্মকান্ডের ভিডিও চিত্র ধারণ করতে এরকম ২০০ টা মেমরি কার্ডই যথেষ্ট। এরকম ২০০ টা মেমরি কার্ড ১ হাতেই ধারণ করা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top